রোহিঙ্গা ক্যাম্পের পথসভায় ওসি প্রদীপ

অপরাধ কর্মকান্ড বন্ধ করে আলোর পথে ফিরে আসুন- ওসি প্রদীপ

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ হ্নীলা ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মাদক,সন্ত্রাস ও মানব পাচার বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।

জানা যায়, ওসি প্রদীপের নেতৃ্ত্বে ৩১ আগষ্ট সকাল ১০টা থেকে লেদা,মোচনী,শালবন ও জাদিমোরা এলাকার বেশ কয়েকটি রোহিঙ্গা বস্তিতে ক্যাম্প চেয়ারম্যান,ব্লক মাঝি ও সাধারণ রোহিঙ্গাদের জড়ো করেন আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি পথসভায় মাদক,সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা মুলক বক্তব্য রাখেন।

উক্ত পথসভা গুলোতে তিনি বলেন, আপনারা ওপারে নির্যাতনের শিকার হয়ে এই সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করেছেন এবং বাংলাদেশ সরকার আপনাদের মানবিকতা দেখিয়ে আশ্রয় দিয়েছেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছেন। এতে আপনারাদের দায়িত্ব থাকবে অত্র এলাকার সাধারন জনগনের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে চলা। পাশাপাশি যারা সন্ত্রাসী কর্মকান্ড,অপহরণ ও মুক্তিপণ আদায়, মাদক চোরাচালান জড়িত রয়েছেন। তাদের প্রতি অনুরোধ থাকবে এই সমস্ত অপকর্ম ও অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহবান জানান।

তিনি হুশিয়ারী কন্ঠে আরো বলেন, অত্র উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতির কোন প্রকার অবনতি এবং সহিংস পরিস্থিতির সৃষ্টি কোন অপরাধীকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবেনা। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সর্বশক্তি দিয়ে এই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। সুতরাং শেষবারের মতো বিনয়ের সাথে আমি আপনাদের নিকট আবারও আহবান জানাচ্ছি জীবন,সংসার, ছেলে-মেয়ে ও স্বজনদের প্রতি দরদ থাকলে যে দেশে আশ্রয় পেয়েছেন সেই দেশের স্বার্থ বিরোধী কোন কাজে জড়াবেন না। যারা মাদকপাচার ও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকবে তাদের নির্মুল করার জন্য পুলিশের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সচেতন করার পরও যদি কেউ অপরাধে সম্পৃক্ত হলেও আমার আর বলার কিছু থাকবেনা বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে রোহিঙ্গাদের সতর্ক করা হয়। এসময় টেকনাফ থানা পুলিশের একটি চৌকষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।