কক্সবাজার জার্নাল ডটকম :
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ইয়াবাসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। আটককৃতের নাম, নূর আহম্মেদ (৩৬)। কক্সবাজারের উখিয়ার পালংখালী গ্রামে তার বাড়ি।
শনিবার সকালে বিমানবন্দরের অ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন এএপি এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল।
তিনি জানান, সকাল ৯টার দিকে নূর আহম্মেদ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তার আচরণে সন্দেহ হলে আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে এএপি সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৯৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, বালুখালীর কালু নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেছে। ঢাকার রন্টি নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার কথা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করে আটক নূর আহম্মেদকে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-