কক্সবাজারে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল

কক্সবাজারে জেলায় ডেঙ্গু রোগি সংখ্যা কমছে। গত সপ্তাহ ধরেই জেলাজুড়ে কমতে শুরু করেছে এই রোগি। প্রতিদিনই এই ডেঙ্গু আক্রান্ত রোগি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে। ৩১ আগষ্ট শনিবারেই কক্সবাজার সদর হাসপাতাল থেকে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ওইদিনেই নতুন করে ভর্তি হয়েছে একজন। সর্বমোট ভর্তি রয়েছে ১২ জন। শুরু থেকেই হাসপাতালে ভর্তি ছিলো ২০৬ জন। গতকাল ৩১ আগষ্ট ভর্তি ছিল ১২ জন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন বলছেন, সচেতনতা কারণেই এই ডেঙ্গু আক্রান্ত রোগি সংখ্যা কমে এসেছে। সারাদেশে যেখানে প্রতিদিনই ডেঙ্গ রোগির সংখ্যা বাড়ছে। অথচ কক্সবাজার বলতে গেলে এক প্রকার ঝুঁকিমুক্ত। সরকারের নানা সচেতনতামূলক কার্যক্রমের কারণে উন্নতি হয়েছে বলে জানান কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকগণ।

ডাঃ মহিউদ্দীন জানান, ৩১ আগষ্ট রাত ৯ টা পর্যন্ত সদর হাসপাতালে ডেঙ্গু রোগির সংখ্যা ছিল মাত্র ১২ জন। যা গত সপ্তাহে ছিল ৩০ জন। গতকালই ৪ জন রোগি সুস্থ হয়ে বাড়ি ফিরছে। গতকাল নতুন করে ১ জন রোগি ভর্তি হয়েছে। এভাবে প্রতিদিনই কক্সবাজারে কমছে ডেঙ্গু রোগির সংখ্যা। তিনি আরও জানান, কক্সবাজারে ডেঙ্গু উন্নতি হচ্ছে প্রতিদিনই। শুরু থেকেই জেলায় মোট ২০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সদর হাসপাতালে ভর্তি ছিল। তা গতকাল পর্যন্ত কমে ১২ জনে পৌঁছেছে।

ডাঃ মহিউদ্দীন বলেন, সদর হাসপাতালে ডেঙ্গু রোগির জন্য হেল্প ডেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে বিধায় ক্রমেই ডেঙ্গু রোগির সংখ্যা কমছে। ডেঙ্গু সেলের টিমে কাজ করছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কবির আহমেদ, ডাঃ আবু মোহাম্মদ শামসুদ্দিন, ডাঃ শাহাজাহান এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নোবেল কুমার বড়–য়া। তাদের প্রচেষ্টা কক্সবাজার ডেঙ্গুশূণ্য করতে ভূমিকা রাখবে।

সদর হাসপাতালের ডেঙ্গু সেলের চিকিৎসক ডাঃ শামসুদ্দিন বলেন, ৩১ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু রোগির সংখ্যা ২০৭ থেকে কমে ১২ জনে পৌছেছে । শহরের নুনিয়াছড়াতে ডেঙ্গু প্রাদূর্ভাব বেশি। যার কারণে সেখান থেকে বেশি ডেঙ্গু রোগি ভর্তি হয়েছিল। ৩০ আগষ্ট ও ১ জন ভর্তি হওয়ায় সেখানে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন এ চিকিৎসক।