টেকনাফে র‍্যাবের অভিযানে নারীসহ ৩ অপরাধী আটক: অস্ত্র ও ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ অপরাধের আস্তানা হিসাবে পরিচিত হ্নীলা ইউনিয়নের অন্তর্গত শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় টেকনাফ র‌্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় তৈরী অস্ত্রসহ এক নারীসহ ৩ অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর রাত সোয়া ৭টার দিকে র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প শাখার দায়িত্বরত ইনচার্জ লেঃ মির্জা মাহাতাব’র নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ দল নিজস্ব গোয়েন্দা সংবাদের তথ্য অনুযায়ী হ্নীলা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২শ পিস ইয়াবা,দেশীয় তৈরী ১টি এলজি উদ্ধার করে। এই সময় অবৈধ অস্ত্র ও ইয়াবা গুলোর সাথে সক্রিয় ভাবে জড়িত এক নারীসহ ৩ অপরাধীকে আটক করা হয়। ধৃত ব্যাক্তিরা হচ্ছে হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বি/৯ নং বল্ক ৩৫৮নং রোমের বাসিন্দা সেকান্দর আলীর পুত্র মোঃ নুর ফয়েজ (৪৩), টেকনাফ কেরুনতলীর সাব্বির আহমদের পুত্র আবুল কালাম(২৯), হ্নীলা পশ্চিম নয়াপাড়ার এনায়েতুল্লাহর স্ত্রী কহিনুর আক্তার(২৫)কে আটক করতে সক্ষম হয় র‍্যাব। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হচ্ছে।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার জেলার দায়িত্বরত কর্মকর্তা (সিও) মেজর আজিম আহামেদ।

তিনি আরো বলেন, সরকারে ঘোষনা অনুযায়ী মাদক পাচার প্রতিরোধ ও সন্ত্রাসীদের দমন করার জন্য র‍্যাব সদস্যদের চলমান অভিযান অব্যাহত থাকবে। অপরাধী চক্র যত বড় শক্তিশালী ব্যাক্তি হোক না কেন র‍্যাবের হাত থেকে কেউ রেহাই পাবেনা।