টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দু’জন রোহিঙ্গা নাগরিকসহ ১৯ জন মাদকসেবীকে আটক করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্তরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ই-ব্লকের মোহাম্মদ সোহেল (২৮) ও মো. আনসারুল্লাহ (১৯)কে ৩মাস, রাজাপালংয়ের ঘিলাতলির আব্দুল হামিদ(৩২)কে ৩ মাস, টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মোহাম্মদ উসমান (২১)কে ১ বছর,আব্দুল আমিন (২২)কে ছয় মাস, কেফায়েত উল্লাহ (২৫)কে ১ বছর, মধ্যম জালিয়াপাড়ার আব্দুল মন্নান (৩৫)কে ৩ মাস, মোহাম্মদ হোসেন (৫৪)কে ছয় মাস, শুক্কুর আলী (২২)কে ১৫ দিনের,কলেজপাড়ার মোহাম্মদ আলম (২৫)কে ৬ মাস, কুলালপাড়ার বশির আহমদ (২০)কে ১ মাস,পুরাতন পল্লানপাড়ার হাসান আহমদ (৪২)কে ৬ মাস, আনোয়ার ওরফে সাদেক (১৯)কে ৬ মাস, নাইট্যংপাড়ার মো. ইলিয়াস (২৪)কে ৬ মাস, টেকনাফ সদরের কচুবনিয়ার আব্দুস সালাম (৩২)কে ৬ মাস, ডেইলপাড়ার মো. রবিউল হাসান (১৮)কে ৬ মাস, হাবিরছড়ার মুহিব উল্লাহ (২৪)কে ৩ মাস, হ্নীলার পূব লেদার রঙ্গিখালীর মোহাম্মদ আলম (২০)কে ৬ মাস, বাহারছড়ার মারিশবনিয়ার মো. ইয়াসিন (২৭)কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে।
পরে তাদের প্রত্যেককে বৃহস্পতিবার বিকালের দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে অথদণ্ড করা হয়েছে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর বলেন, মাদক সেবনে দায়ে দু’জন রোহিঙ্গা নাগরিকসহ ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর জন্য টেকনাফ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদশক এবিএমএস দোহা বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের শুক্রবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-