বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা আটক

নগরীর আকবরশাহ থানার ১নং রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে  তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)।আটককৃতদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশে অবস্থানকারী এই তিন রোহিঙ্গা কীভাবে পাসপোর্ট পেল তা তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি মোস্তাফিজুর।