কায়সার হামিদ মানিক,উখিয়া
আদালতের নিষেধাজ্ঞা (১৪৪)ধারা অমান্য করে রাতের আধারে বিরোধীয় জমিতে ধান রোপন করার সময় বাধা দিতে গিয়ে সাইফুল ইসলাম প্রকাশ গুটি সাইফুলের নেতৃত্বে একদল সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে এক যুবক।আহত যুবক হচ্ছে উখিয়া হাজির পাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে সালা উদ্দিন (৩০)।
এ সময় ভাইকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তার বড় ভাই হেলাল উদ্দিন ও আহত হয়।
বুধবার রাত ১০ টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে।গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় প্রথমে সালা উদ্দিনকে উখিয়া থানায় আনা হলেও চিকিৎসার জন্য তাকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব সিকদারবিল এলাকার বিরোধীয় এ জমি নিয়ে টাইপালং এলাকার ফকির আহামদের ছেলে সাইফুল ইসলামের সাথে সালা উদ্দিনের বিরোধ চলে আসছিল।এ বিরোধের জের ধরে আদালতে মামলা হয়।যার মামলা নাম্বার-৮১৬/২০১৯।
মামলার প্রেক্ষিতে বিজ্ঞ কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উক্ত জমিতে১৪৪ ধারা জারি করে।ঐ জমিতে উভয় পক্ষকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।কিন্তু সাইফুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার রাতে জমিতে ধান রোপন করতে গেলে ঘটনার সুত্রপাত হয়।
সর্বশেষ খবরে জানা গেছে,গুরুতর আহত সালা উদ্দিনকে রাত সাড়ে ১২ টার দিকে উখিয়া হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।তার অবস্থার অবনতি হলে পরেরদিন বৃহস্পতিবার চট্রগ্রাম হাসপাতালে প্রেরণ করে।
সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কয়েকটি আঙ্গুল কেটে গেছে।এ ঘটনায় উখিয়া থানায় সন্ত্রাসীদের বিরোদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-