উখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল

উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ১ হাজার ২০ পিস ইয়াবাসহ মোঃ ইসকান্দর (১৯) নামে এক যুববকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শুক্রবার (৬সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোঃ ইসকান্দর হোয়াইক্যং কাটাকালী ঘুনারপাড়া এলাকার মোঃ শফিকের ছেলে।

সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অভিযান পরিচালনা করলে এসময় বিক্রির জন্য মজুদ রাখা ১ হাজার ২০পিস ইয়াবাসহ ইসকান্দরকে আটক করা হয়।

আটক ইসকান্দরকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।