ডেস্ক রিপোর্ট – মুন্সিগঞ্জে এক রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সাত নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের এক রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের সিরাজদিখান সার্কেলের সিনিয়র এএসপি মো. রাজিবুল ইসলাম জানান, আশুরা উপলক্ষে জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোকাবিলায় জেলার ছয় উপজেলায় চেকপোস্ট, পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
এ সময় ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় সাতজন নারী ও আটজন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের সিরাজদিখান থানা হাজতে রাখা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-