যুবলীগ নেতা হিমুর মায়ের মৃত্যুতে ‘কক্সবাজার জার্নাল’ পরিবারের শোক

বীর-মুক্তিযোদ্ধা মরহুম মাষ্টার ছৈয়দুল আলম প্রকাশ আলম মাষ্টারের স্ত্রী, সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী হিরু ও জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু এবং সাবেক ছাত্রনেতা মরহুম রাশেদ উদ্দিন বাবর এর শ্রদ্ধেয় মা, ১২টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি……..রাজিউন)

জানাযা

আজ সকাল সাড়ে ১১টার দিকে উত্তর মাইজপাড়া মাতব্বর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জার্নাল ডটকম’র শোক প্রকাশ

এদিকে, যুবলীগ নেতা হিমুর মায়ের মৃত্যুতে ‘কক্সবাজার জার্নাল’ ডটকম পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন কক্সবাজার জার্নাল ডটকম’র প্রকাশক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম, মফস্বল সম্পাদক এম.এস রানাসহ পুরো পরিবার।