চকরিয়ায় পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়ায় মাদক মামলার পরোয়ানাভুক্ত নুরুল কবির (৩৮) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড হাল কাকারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত কালু সওদাগরের পুত্র।

পুলিশ জানায়, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশে এএসআই আকবর মিয়া নেতৃত্বে ফোর্স সহকারে সোমবার সকালে হাল কাকারা সাওদাগর পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় পরোয়ানাভুক্ত পলাতক আসামী মাদক ব্যবসায়ী নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান পরোয়ানাভুক্ত মাদক মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আর বলেন মাদক সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।