প্রেমিকের বাসা থেকে যুবতী রেশমি’র ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম – জেলার হাটহাজারীতে প্রেমিকার ঘর থেকে তাহমিনা সুলতানা রেশমি (২৬) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার ১১ মাইলস্থ ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মিনহাজ ম্যানশন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

নিহত তাহমিনা সাতকানিয়া উপজেলার জোরপুকুরিয়া এলাকার ফরিদের বাড়ির মো. আবদুর নূরের মেয়ে।

পুলিশ জানায়, জোবরা গ্রামের যুবক জীবনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাহমিনার অনৈতিক সর্ম্পক চলছিল। কেউ কেউ এমনও বলছেন যে, স্বামী পরিত্যাক্তা তাহমিনার দ্বিতীয় স্বামী ছিলেন জীবন।

রবিবার পরিবারের লোকজন বাসায় না থাকায় জীবন তাহমিনাকে নিয়ে বাসায় আসেন। এরপরই এ ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানার এসআই অজয় জানায়, খবর পেয়ে জোবরা গ্রামের মিনহাজ ম্যানশনে প্রেমিক জীবনের শোবার ঘরের বৈদুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত তাহমিনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. ইউছুফ নামে একজনকে আটক করা হয়েছে। তিনি ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পর থেকে জীবন পলাতক রয়েছে। তাকে আটক করা গেলে ঘটনার মূলরহস্য উৎঘাটন করা সম্ভব হবে।