উখিয়ায় ৬৯লাখ টাকার ইয়াবাসহ আটক ২

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল

উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় থাইংখালী বাজারের পার্শ্ববর্তী হাকিম পাড়া রাস্তার মাথা এলাকায় ও রাত ৮টায় পালংখালী বাজারের দক্ষিণে সেনুয়ারা ফার্মেসীর সামনে মাদক বিক্রেতার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা বলে জানিয়েছেন র‍্যাব।

আটককতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১ এর আওতাধীন আই ২ এ-৪ ব্লকের মীর কাশেমের ছেলে আবদুর রাজ্জাক (২০) ও খুলনা জেলার সোনাডাংগা বয়রা ক্রস মোড়ের আবদুর সালাম শেখের ছেলে লিটন শেখ।

র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল থাইংখালীর হাকিম পাড়া রাস্তার মাথায় অভিযান পরিচালনা করলে এসময় আসামীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিক্রির মজুদ ৯ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ রাজ্জাককে আটক করা হয়। তার কাছে আটককৃত ইয়াবার বাজারমূল্য ৪৯ লাখ ৬৫ হাজার টাকা।

এদিকে একই দিন রাত ৮টায় পালংখালী বাজারের দক্ষিণে সেনুয়ারা ফার্মেসীর সামনে মাদক বিক্রেতার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে ৩৮৭০পিস ইয়াবাসহ খুলনার লিটন শেখ (৩২) কে আটক করা হয়। তার কাছে আটককৃত ইয়াবার বাজারমূল্য ১৯ লাখ ৩৫ হাজার টাকা।

আটক রাজ্জাক ও লিটন শেখকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শাহ আলম।