মেরিন ড্রাইভে বিজিবির হাতে ইয়াবাসহ নারী আটক

শহিদুল ইসলাম, উখিয়া :

কৌশলে লুকিয়ে রাখা পাঁচ হাজার ৫৩৫ পিস ইয়াবাসহ কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে রাশেদা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৩৪)।

আটককৃত রাশেদা বেগম রামু উপজেলার মিনাবাজার এলাকার মামুনুর রশিদের স্ত্রী। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশির সময় তাকে আটক করে বিজিবির রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যরা।

৩৪ বিজিবির উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, শুক্রবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশিকালে রাশেদা বেগমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কৌশলে লুকায়িত পাঁচ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৬০ হাজার ৫শ টাকা। এ সময় ইয়াবাসহ আটককৃত রাশেদা বেগমকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও উল্লেখ করেন বিজিবির ওই কর্মকর্তা।রামু থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করেন।