রামুতে পুলিশের অভিযানে ইয়াবা নিয়ে আ’লীগ নেতাসহ আটক ২

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু:

রামু থানা পুলিশের ৩ ঘন্টা ব্যাপী অভিযানে ১২ হাজার ইয়াবা সহ আওয়ামীলীগ নেতা সহ ২ জন আটক করেছেে রামু থানা পুলিশ।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রামু থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) এস,এম, মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ৩ ঘন্টা ব্যাপী উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় পুলিশ ১২ হাজার ইয়াবা সহ শ্রীমুরা গ্রামের মৃত মগবুুুল আহমেদের ছেলে শামসুল হক (৪৫) ও আব্দুল মালেকের ছেলে মনজুর আলম নকিব (৩২) কে আটক করে।

জানা গেছে আটক শামসুল হক স্হানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা। অভিযানে নেতৃত্ব দানকারী রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, এব্যাপারে মামলার করা হয়েছে।