নব-নির্মিত সড়ক ভবনসহ ৮টি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করলেন: ওবায়দুল কাদের

সাইফুল ইসলাম • কক্সবাজার জার্নাল :

কক্সবাজারে নব-নির্মিত সড়ক ভবনসহ জেলার ৮টি সড়ক-মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

আজ ২২ সেপ্টেম্বর (রোববার) ১০ টার দিকে নব-নির্মিত সড়ক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে, রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধীদলকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সরকারের উদ্যোগের কোন ঘাটতি নেই। তিনি আরও বলেন, সড়ক যোগাযোগের নিরব বিপ্লব ঘটেছে।

৮টি উদ্বোধনী সড়ক-মহাসড়ক গুলো হলো, জরুরী সহায়তা প্রকল্প কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়ক (এন-১) উন্নয়ন প্রকল্প, খুরুস্কুল-চৌফলদন্ডী-ঈদগাও জেলা মহাসড়ক যথাযথমানের উন্নীতকরণ, মহেশখালীর জনতাবাজার-গোরকঘাটা সড়ক যথাযতমানের উন্নীতকরণ, ইয়াংচা-মানিক-শান্তি জেলা মহাসড়ক যথাযতমানের উন্নীতকরণ, লিংকরোড-লাবণী মোড় সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প, কুতুবদিয়া-আজম জেলা মহাসড়ক ও পেকুয়া বাজার-মগনামাঘাট জেলা মহাসড়ক।

এখন জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা পর্যায়ের সরকারি অফিস প্রধান ও স্থানীয় সূধীবৃন্দের সাথে মত বিনিময় করছেন।

এসয়য় উপস্থিত ছিলেন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।