তবে কিছু পাওয়া যায়নি

কক্সবাজারে জুয়ার আড্ডায় অভিযান

মুহাম্মদ আবু সিদ্দিক উসমানী:

কক্সবাজার শহরে চিহ্নিত ৪ টি আবাসিক হোটেলে জুয়া খেলার আড্ডা থাকার অভিযোগে অভিযান চালানো হয়েছিল। কিন্তু অভিযান চালানো আবাসিক হোটেল গুলোতে কিছু পাওয়া যায়নি।

রোববার ২২ সেপ্টেম্বর দিবাগত রাত্রে কক্সবাজার ডিবি পুলিশ ও কক্সবাজার সদর মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম নিশ্চিত করেছেন।

এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম আরো বলেন, কক্সবাজারে জুয়ার আড্ডা আরো কোথায় কোথায় চলে তা আরো খতিয়ে দেখা হচ্ছে। কোন অভিযোগ বা তালিকা পেলেই সেখানে অভিযান চালানো হবে। এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম দৃঢ়তার সাথে বলেন, কোন অবস্থাতেই কক্সবাজারের কোন এলাকায় জুয়া অথবা এ জাতীয় কোন অবৈধ কর্মকান্ড চলতে দেয়া হবেনা।

তিনি বলেন, কক্সবাজারে ক্যাসিনো জাতীয় কোন কার্যক্রম নেই বলে নিশ্চিত করেন।