উখিয়ায় বিজিবির হাতে ইয়াবাসহ আটক-১: সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালে ইনানী হতে কক্সবাজারগামী সিএনজি থেকে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

আটককৃত আসামি উখিযা উপজেলার ইনানী গ্রামের সৈয়দ নুরের পুত্র নজরুল ইসলাম (২৩)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় সিএনজি’র স্টিয়ারিং এর নিচে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১৮ লাখ টাকা মূল্যের ৬,০০০ পীস বার্মিজ ইয়াবা, ১ হাজার টাকা মূল্যের ১ টি মোবাইল ফোন এবং ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ টি সিএনজি আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য-২২, ৫১,০০০ টাকা।

এ মামলার পলাতক রয়েছে অপর আসামী সিএনজির মালিক ছোট ইনানীর মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইউনুস আলী (২৬)। আটককৃত মালামালসহ ধৃত আসামীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।