নিজস্ব প্রতিবেদক :
জন্মদিনে সহকর্মী ও শুভাকাংখীদের ভালবাসায় সিক্ত হয়েছেন দৈনিক আপনকণ্ঠের নির্বাহী সম্পাদক রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সভাপতি এবং “আমরা কক্সবাজারবাসী” সংগঠনের সমন্বয়ক এইচ,এম নজরুল ইসলাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে কেক কেটে তাকে প্রিয় সহকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। অসহায় মানুষ ও কক্সবাজারের অধিকার আদায়ে সে সব সময় সোচ্চার থাকে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নজরুল নিজেকে সপে দিয়েছে জনতার কাতারে। সমাজে তার অসামান্য অবদান অনস্বীকার্য। মূলত দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা থেকে সে আপোষহীনভাবে যে কোন সংগ্রাম ও আন্দোলনে অগ্রভাগে থাকে। তাই সকলের কাছে সে বিপ্লবী নামেও অভিহিত হয়। তার আগামীর পথচলা হোক সুন্দর ও সমৃদ্ধময় এমন প্রত্যাশা সবার।
এসময় উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি ইমরুল কায়েস, ইন্ডিপেন্ডেন্ট টিভির কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, জিটিভি কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, কক্সবাজার সাংবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেল, দৈনিক হিমছড়ির চীফ রিপোর্টার ছৈয়দ আলম, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার আজিম নিহাদ, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক দৈনন্দিনের স্টাফ রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, দৈনিক কক্সবাজার প্রতিনিদিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, হাফিজুল ইসলাম চৌধুরী, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার তারেকুর রহমান, দৈনিক আপনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাকিবুর রহমান, মোঃ আলম, হেলাল, বাবু প্রমুখ।
এদিকে সাংবাদিক নজরুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে আসেন “আমরা কক্সবাজারবাসী” সংগঠনের নেতৃবৃন্দ। এসময় কেক কেটে উদযাপন করা হয় জন্মদিন অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন “আমরা কক্সবাজারবাসী” সংগঠনের সমন্বয়ক কলিম উল্লাহ, সমন্বয়ক নাজিম উদ্দিন, সমন্বয়ক ইব্রাহিম খলিল মামুন, সদস্য নাজমুল ইসলাম মিটু, মোঃ সেলিম, সদস্য সাংবাদিক আজিজ রাসেল, সাংবাদিক ছৈয়দ আলম, সাংবাদিক আজিম নিহাদ, সাংবাদিক তারেকুর রহমান। এছাড়া দৈনিক আপনকণ্ঠ’র নির্বাহী সম্পাদক এইচএম নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে পত্রিকা কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম. ওসমান গণি, বার্তা সম্পাদক আজিজ রাসেল, এমডি ফরিদ, রিপোর্টার সাকিবুর রহমান সাকিব, দৈনিক হিমছড়ির রিপোর্টার তারেকুর রহমান, কম্পিউটার ইনচার্জ মোহাম্মদ হাশেম, অফিস সহকারী জালাল উদ্দিনসহ পত্রিকার সংশ্লিষ্ট সকলেই।
এছাড়া তাকে জন্মদিনের শুভেচ্ছা ও কেক কেটে অভিন্দন জানান দৈনিক সাগরদেশ পত্রিকার সম্পাদক মোস্তফা সরওয়ার, সহ-সম্পাদক রাসেল উদ্দিন, আশরাফ হোসেন হৃদয়, সাফায়েত হোসেন জয়, ইনতিসার ছিদ্দিকী সাজিন।
ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-