ঈদগাতে ডাম্পারের ধাক্কায় শিশু নিহত, ২ ঘন্টা যান চলাচল বন্ধ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাও নুর কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় মোহাম্মদ শাহীন বাবু (৭) নামক এক শিশু নিহত হয়েছে। শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয়। ফলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে হাজার হাজার যানবাহন আটকা পড়ে।

ঈদগাহ পুলিশ তদন্তকেন্দ্র সুত্র সিবিএন-কে জানান, ঈদগাহের দক্ষিণ মেহেরঘোনার ছেহের আলমের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে মোহাম্মদ শাহীন বাবু ঈদগাহ নুর কমিউনিটি সেন্টারে তার বড় বোনের বিয়েতে আসে। সেখানে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে নুর কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতিতে আসা একটি ডাম্পার (মিনি ট্রাক) বাবুকে ধাক্কা দিলে মোহাম্মদ শাহীন বাবু ঘটনাস্থলে প্রাণ হারায়। ধাক্কা দিয়ে ডাম্পার ট্রাকটি পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনসাধারণ ডাম্পারটিকে পিছু দৌঁড়াইয়ে ড্রাইভারকে ধরে ফেলে। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ রাখে।

পরে খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম ঘটনাস্থলে গিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সড়কে ব্যারিকেড দেওয়ার আশ্বাস দিলে জনতা ব্যারিকেড তুলে নেয়।
সড়ক দুর্ঘটনায় কণের ছোট ভাই নিহত হওয়ার খবরে বর-কণের বাড়ি ও বিয়ে অনুষ্ঠানে বিষদের ছায়া নেমে আসে। ভাই হারনোর শোকে কণে ও কণের মা বার বার অজ্ঞান হয়ে যাচ্ছিল বলে বিয়েতে আসা লোকজন জানিয়েছেন।