উখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২ ব্যবসায়ী

আবদুল্লাহ আল আজিজ •
উখিয়া উপজেলার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার ৯শ ৫০পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কুতুপালং বাজারের পশ্চিম পার্শ্বে অবস্থিত মোঃ নুর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, টেকনাফের শিকদার পাড়া এলাকার সৈয়দ হোসাইনের পুত্র আলী হোসাইন (২৫) ও কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৭ এর আওতাধীন ঈ-৩ ব্লকের মৃত সাহাব উদ্দিনের ছেলে রিফাজ উদ্দিন (২০)।

র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়ের জন্য কুতুপালং বাজারের পশ্চিম পার্শ্বে অবস্থিত মোঃ নুর হোসেনের বাড়িতে মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে । আটককৃত ইয়াবার বাজারমূল্য ২৪লাখ ৭৫ হাজার টাকা।

আটক সৈয়দ হোসাইন ও রিফাজকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (২০১৮) আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর