
আন্তর্জাতিক ডেস্ক • নিজের মেয়ের জন্মদিনে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। মেয়ের ১৩তম জন্মদিনে ধর্ষণের পর ওই বাবা বললেন, এটাই তোর জন্মদিনের উপহার।
সম্প্রতি দক্ষিণ আমেরিকার বলিভিয়াতে এই চমকে দেয়ার মতো ঘটনা ঘটেছে। এরই মধ্যে ওই বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিত মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মেয়ের জন্য জন্মদিনে কোনো উপহার না আনতে পারায় তাকে ধর্ষণ উপহার দিয়েছে বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী ওই বাবা।
পুলিশ জানায়, মেয়েকে ধর্ষণ করার সময় স্ত্রী হাতেনাতে ধরে ফেললে তাকে প্রাণে মারার হুমকি দেন। এরপরই স্ত্রী পুলিশে খবর দেয়।
আরো জানা যায়, মেয়ের জন্মদিন উপলক্ষে তার সঙ্গে আলাদা করে কিছু সময় কাটাতে চায় বলে তার স্ত্রীকে জানায় ওই ধর্ষক বাবা। এরপরই মেয়ের রুমে গিয়ে তাকে ধর্ষণ করেন।
পুলিশি জেরায় ওই বাবা জানিয়েছেন, তার কাছে টাকা না থাকায় মেয়ের জন্য কোনো উপহার কিনতে পারেননি। সেই জন্যই মেয়েকে এভাবে কষ্ট দিয়েছেন। ধর্ষণ করে তাকে জঘন্য কিছু সময় ও স্মৃতি উপহার দিতে চেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-