কক্সবাজারের ক্যাসিনো সম্রাট ও ক্রিকেট জুয়ার প্রধান আটক

কক্সবাজারে অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট জুয়ার অন্যতম প্রধান মোঃ মোস্তফাকে আটক করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দর হয়ে পালানোর সময় তাকে আটক হয়।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করেছে বলে জানা গেছে।

আটক মোহাম্মদ মোস্তফা কক্সবাজার শহরের নতুন বাহারছড়া ৬নং ঘাট এলাকার হাফেজ আহমদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া সাংবাদিকদের মোহাম্মদ মোস্তফার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোথা থেকে তাকে আটক করা হয়েছে তিনি নিশ্চিত করেননি।

সূত্র মতে, অনলাইন জুয়া ও ক্রিকেট জুয়ার সাথে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় মোহাম্মদ মোস্তফাকে আটক করা হয়েছে।

আরও খবর