কোষাধ্যক্ষ পদে উড়োজাহাজ প্রতীকে লড়ছেন মোহাম্মদ হোসেন

নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার বাণিজ্যিক রাজধানীখ্যাত কোটবাজারের দোকান মালিক সমবায় সমিতির ৩য় তম কার্যকরী পরিষদ নির্বাচনে উড়োজাহাজ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন সওদাগর।
১২ নভেম্বর মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিনে উড়োজাহাজ প্রতীক বরাদ্দ দেন প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার কবির আহমদ।
সমিতির সদস্যদের দোয়া চেয়ে মোহাম্মদ হোসেন বলেন, সমিতির সম্মানিত সদস্যদের বিনিয়োগকৃত আমানত বা অর্থের নিরাপত্তা,  স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছি। সমিতির ২য় তম কার্যকরী পরিষদে পরিচালক ও বিনিয়োগ/লোন কমিটির প্রধান হিসেবে সফলতার দায়িত্ব সহিত পালন করেছি।  সমিতির সকল সম্মানিত সদস্যদের প্রতি বিনীত অনুরোধ উড়োজাহাজ প্রতীকে সমর্থন প্রদান করে  ভবিষ্যতেও সদস্যদের অর্থের নিরাপত্তা বিধান, অধিকার আদায়সহ সমিতির অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ প্রদান করবেন।
উল্লেখ্য, মোহাম্মদ হোসেন সওদাগর কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণে পদে সততার সহিত দায়িত্ব পালন করেছেন।

আরও খবর