কাতার প্রবাসী নজরুলের সৌজন্যে রুমখাঁ কোলালপাড়া ইয়ং স্টার সোসাইটিকে জার্সি বিতরণ

আব্দুল্লাহ আল-মামুন,কোটবাজার •

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুমখাঁ কোলালপাড়া গ্রামের কাতার প্রবাসী নজরুল ইসলাম এর সৌজন্যে রুমখাঁ কোলালপাড়া ইয়ং স্টার সোসাইটিকে ফুটবল খেলার জার্সি সহ খেলার প্রয়োজনী জিসিস পত্র বিতরণ করেন নজরুল ইসলামের ছোট ভাই কোটবাজার ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম।

তিনি বলেন,এলাকার সমাজের সুন্দর রক্ষার্থে যুবক-ছাত্রদের এগিয়ে আসতে হবে।মাদক থেকে দূরে থাকার আহব্বান জানা।তিনি এটাই বিশ্বাস করেন খেলাধুলা যেমন স্বাস্থ্য ঠিক রাখে ঠিক তেমনি মাদক থেকে দূরে রাখে।

এসময় আরোও উপস্হিত ছিলেন,রুমখাঁপালং ইসলামি যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা মৌলভী ছৈয়দ আহমদ,সাধারণ সম্পাদক ও উদীয়মান ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুন,সি.সহ-সভাপতি জামাল উদ্দিন,সহ-সভাপতি শাহিন আলম,যুগ্ন-সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক ইমরান আল-মাহমুদ।

সদস্য যথাক্রমে, দরবেশ আলী,মিজানুর রহমান ,মুফিজ আলম,ফারুক আহমদ,মোঃইউসুফ সহ আরোও অনেকে।

উল্লেখ্য,কাতার প্রবাসী নজরুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন এবং মাদক থেকে দূরে থাকার আহব্বান জানান।

আরও খবর