রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যক্রম মনিটরিং করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যক্রম মনিটরিংসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন রোহিঙ্গা ক্যাম্পে এ সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান,রোহিঙ্গা ক্যাম্পের জন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এখন থেকে সহজেই এনজিও গুলোর কার্যক্রম মনিটরিং করা যাবে,তাছাড়া রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক যে সমস্যা গুলো রয়েছে তা নিরসনে তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভুমিকা পালন করবেন, এতে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড কমে আসবে বলে ইউএনও নিকারুজ্জামান মনে করেন।