মেরিন ড্রাইভে বিজিবির হাতে ১কোটি ৩৮লাখ টাকার ইয়াবাসহ টেকনাফের লাদেন আটক

আবদুল্লাহ আল আজিজ •

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা কক্সবাজারগামী সন্দেহভাজন মোটর সাইকেলকে তাড়া করে হিমছড়ি আর্মি ক্যাম্প এলাকায় লাদেন নামের এক যুবককে আটক করা হয়। পরে ধৃত মোটর সাইকেল ও আটক ব্যক্তিকে রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় মোটর সাইকেল ট্যাংকের ভিতর লুকানো ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৩ অক্টোবর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইয়াবাসহ এই পাচারকারীকে বিজিবি আটক করে। আটক ইয়াবা পাচারকারী হলেন, টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়া গ্রামের মোঃ হাছিম সৈকত ছেলে লাদেন খান (১৮) ।

আরআইবি রেজুখাল চেকপোস্টের হাবিলদার আকরাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় একটি মোটর সাইকেলকে তাড়া করে উক্ত ইয়াবাসহ পাচারকারীকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত ১লাখ ৫০হাজার টাকা মূল্যের একটি পালসার মোটর সাইকেল,একটি ১০হাজার টাকা দামের মোবাইল ও নগদ ২হাজার টাকাসহ সর্বমোট ১কোটি ৩৯লাখ ৬২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

ধৃত ইয়াবাসহ পাচারকারী থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।