মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১১ রোহিঙ্গা আটক

আবদুল্লাহ আল আজিজ •

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১১ রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজারের ইনানী সৈকত ফাঁড়ির পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার সোনার পাড়া থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গারা বালুখালী ক্যাম্পের বাসিন্দা। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ ঘোষ জানান, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সোনার পাড়ার একটি কটেজে রাখা হয় নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গাকে। রাতের কোন এক সময়ে তাদের নৌকায় তুলে দেয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, পাচারে জড়িত কোন দালালকে আটক করা যায়নি। তবে দালালদের শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।