মহেশখালীতে ৫ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম

বিশেষ প্রতিবেদক •


কক্সবাজারের মহেশখালীতে ৫পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম হয়েছে। বিচিত্র এ ঘটনার স্বাক্ষী হতে উৎসুক জনতা সেই বাছুরকে দেখতে ভিড় জমাচ্ছেন।

১৫ নভেম্বর শুক্রবার বিচিত্র এ ঘটনা ঘটেছে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ফকিরখালী পাড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তারের বাড়ীতে।

প্রত্যক্ষদর্শী ইমন জানান,১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় হোয়ানক ইউনিয়নের ফকিরখালী পাড়ার মৃত মাহফুজ মিয়ার পুত্র আব্দুস সাত্তারের একটি গাভী ৫ পা বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।

বাছুরটির ৪টি পা স্বাভাবিক থাকলেও পিঠের উপরে ৫ম পাটির অস্থিত্ব দেখা যায়। এ পা’টি অন্যান্য পায়ের মতো স্বাভাবিক হলেও দেখতে একটু ছোট।

এ ব্যাপারে হোয়ানক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মো. জহির আলম বলেন, ‘আমার প্রতিবেশী আব্দুস সাত্তারের একটি গাভী পাঁচ পা বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে।’

হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল বিষয়টি শুনেছেন বলে জানান।

বাছুরটি দেখতে বাড়িতে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন।