জেলা ছাত্রলীগের ফুটবল টুর্ণামেন্টের উখিয়া টিমের জার্সি মোড়ক উন্মোচন

কনক বড়ুয়া, উখিয়া •
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা কর্তৃক আয়েজিত বিজয় ৭১ আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উখিয়া উপজেলা টিমের খেলার সময়সূচি ১৬ নভেম্বর শনিবার নির্ধারিত করা হয়েছে।
এই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ ১৫ নভেম্বর শুক্রবার রাত ৮ টার সময় হলদিয়াস্থ মরিচ্যা বাজার সংলগ্ন শাহ জব্বারিয়া হোটেলে উক্ত উপজেলা টিমের জার্সি মোড়ক উন্মোচন করেন। এবং উখিয়া উপজেলা টিমের সম্পূর্ণ অধিনায়কের দায়িত্ব পালন করবেন উখিয়ার কৃতি ফুটবলার সাঈফ মুন্না।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা এসডি রাইহান, ছাত্রনেতা রেহান, কৃতি ফুটবলার ও যুবলীগ নেতা শেখ জামাল, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি তানিম রহমান কেনাম, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হলদিয়ার ছাত্রলীগ নেতা মুসলিম উদ্দিন হৃদয়, কৃতি ফুটবলার পিকু বড়ুয়া, কৃতি ফুটবলার আকিব চৌধুরী সহ আরো অনেকে।