রামুতে চেক প্রতারণা মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আবুল কাশেম সাগর, রামু •

রামুতে চেক প্রতারণা মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হোলারাখাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

সে ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের মৃত চাজে রাখাইনের ছেলে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রামু রাখাইন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

রামু থানা সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে মামলা নং এসটি ৬৭৪/১৭, সিআর ৫৬/১৭ (রামু) ধারা এনআই এ্যক্ট -৩৮ এর কক্সবাজার যুগ্ম দায়রা জজ ২য় আদালত ও ৪নং বিশেষ ট্রাইবুনাল কর্তৃক আসামীর বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় ৮ মাসের বিনাশ্রমে সাজা ও ৫ লক্ষ ২০ হাজার টাকার রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। অভিযানে নেতৃত্ব দেয়া এসআই তানভীরুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার পূবর্ক আদালতের প্রেরণ করা হয়েছে।