মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম টেকনাফের সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ও নির্মানাধীন পুলিশ অফিসার্স মেস পরিদর্শন করেছেন।
কক্সবাজার জেলা পুলিশের নিয়ন্ত্রণাধীন এই ২ টি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম সন্তোষ প্রকাশ করে পুলিশের সকল কাজকর্মে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
গত ১৫ নভেম্বর শুক্রবার সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি এবং নির্মাণাধীন পুলিশ অফিসার্স মেস পরিদর্শন কালে তাঁর সাথে অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ বিপিএম (বার), সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এসআই আজমীর ইলাহী সহ কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-