উখিয়ায় মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে শাশুড়ীসহ আহত ২ 

নিজস্ব প্রতিনিধি, উখিয়া •
উখিয়ায় ইয়াবা কারবারি ও মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে আহত হয়েছে শাশুড়ি মোরশেদা বেগম (৬০) ও তার ছেলে হেলাল উদ্দিন (৩৫)। ঘটনাটি ঘটেছে রবিবার ১৭ নভেম্বর সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুমখাঁ পশ্চিম বড় বিল গ্রামে।
উখিয়া থানার সাব ইন্সপেক্টর এস আই আলিমুদ্দিন খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

উখিয়া থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের শিলখালী গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল আমিন (৩৫) বেশ কয়েক বছর আগে পশ্চিম বড়বিল গ্রামে এসে আশ্রয় নেন। এর সুবাদে একই এলাকার মৃত জাকির হোসেন কন্যা জাহানারা বেগম কে বিবাহ করে।

এলাকাবাসী অভিযোগ করে জানান, বিভিন্ন সংস্থার সোর্স পরিচয় দিয়ে আব্দুল আমিন নিরীহ জনগণকে ভয় ভিতি প্রদর্শনসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। তিনি ইয়াবা ক্রয় বিক্রির পাশাপাশি মাদকাসক্ত হয়ে এলাকায় উশৃংখল জীবনযাপন লিপ্ত  হয়।এছাড়াও তার স্ত্রী জাহানারা বেগম অসামাজিক কার্যকলাপ জড়িত থাকার
অভিযোগে একাধিকবার পুলিশের হাতে আটক হন।
এদিকে এসব অবৈধ কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় উশৃংখল মাদকাসক্ত আব্দুল  আমিন গত রবিবার  ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে শাশুড়ি মোরশিদা বেগম ও তার ছেলে হেলাল উদ্দিনকে আক্রমণ করে। শুধু তাই নয় অপর ছেলে বেলাল উদ্দিন কে হত্যা করা হবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে।
৭ নম্বর  ওয়ার্ডের স্থানীয় মেম্বার মোহাম্মদ শাহজাহান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বহিরাগত আব্দুল আমিন আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে নিরহ মানুষকে নির্যাতন করে নানারকম প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক বিক্রি ও ইয়াবা পাচারের অভিযোগ রয়েছে। মেম্বার আরো বলেন, এসব অপকর্মের জড়িত থাকায় তাকে এলাকা ছাড়া  করা হয়েছিল।
এদিকে হত্যা অপচেষ্টার  ঘটনায় শাশুড়ি বাদী হয়ে উখিয়া থানায় মাদকাসক্ত ইয়াবা কারবারি আব্দুল আমিনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানার ডিউটি অফিসার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন জড়িত আমিনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।