ইমরান আল মাহমুদ,উখিয়া •
আসন্ন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির ভোট কে সামনে রেখে ব্যানার-ফেস্টুনে ভরে গেছে কোটবাজার স্টেশন।
আগামী ২৩ই নভেম্বর শুরু হবে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচন।তাই নির্বাচনকে সামনে রেখে সমিতির সভাপতি,সহ সভাপতি,সাধারণ সম্পাদক, পরিচালক,কোষাধ্যক্ষ সহ বিভিন্ন পদে প্রার্থীরা লড়ছেন।
তবে এবারের নির্বাচনে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।প্রার্থীরা ভোটারের কাছে প্রতিনিয়ত গণসংযোগ চালাচ্ছেন।
কোটবাজার দোকান মালিক সমিতির বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার ও অঙ্গীকার প্রদান করছেন প্রার্থীরা।
সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী ও দুই দুইবারের সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর জানান,আমি বিগতদিনেও সভাপতি ছিলাম। কোটবাজার দোকান মালিকদের বিভিন্ন সমস্যা নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি এবং বিভিন্ন সমস্যা রোধে সবসময় এগিয়ে এসেছিলেন বলে জানান।
তাই আবারো যদি নির্বাচিত হন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতিকে একটি মডেল সমবায় সমিতি হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক প্রার্থী বিজন বড়ুয়া জানান,এবারের নির্বাচনে যদি নির্বাচিত হয় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতিকে আরো মডেল সমবায় সমিতি হিসেবে গড়ে তুলবো। তাই সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তবে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলবে।নির্বাচিতরাই হাল ধরবেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-