কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে গর্ভবতী মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। আজ রাত ৮ টায় ঘটেছে এ ঘটনা।

রোগীর স্বজনদের দাবী, উখিয়ার ভালুকিয়া মাঝেরপাড়া এলাকার মোরশেদ আলমের স্ত্রী শারমিন আকতারকে ডেলিভারি করানোর জন্য আজ সন্ধ্যায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু দীর্ঘ ৩ঘন্টারও বেশী সময় ধরে হাসপাতালে কোন সেবা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

নিহতের স্বামী মোরশেদ আলম জানান, হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে তার স্ত্রী ও গর্ভের সন্তান মারা গেছে। তারা সুস্থ রোগী নিয়ে সদর হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালে পৌছার ৩ ঘণ্টা অতিবাহিত হলেও কোন নার্স বা ডাক্তারের সেবা পাননি। এমনকি রোগী ব্যথার যন্ত্রণায় অনেক কান্নাকাটি করলেও কেউ এগিয়ে আসেনি। এক পর্যায়ে চিকিৎসা না পেয়ে চোখের সামনেই মারা যান তার স্ত্রী।

তিনি জানান, গতকাল তার স্ত্রীর ডেলিভারির দিনছিল। ডেলিভারি করানোর জন্যই স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।