মেরিন ড্রাইভ সড়কে ট্রাক চাপায় টমটম যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ :


কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার কচ্ছপিয়া নামক এলাকায় ট্রাকের চাপায় আজিজুল ইসলাম প্রকাশ আইছালাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি বাহারছড়ার উত্তর শিলখালীর মরহুম আজিজুর রহমানের ছেলে। তিনি দুর্ঘটনায় পতিত টমটমের যাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা এটিএম শামশুল ইসলাম জানান, শামলাপুরমুখি টমটমকে চাপা দিয়ে পালিয়ে যায় টেকনাফমুখি একটি ট্রাক। তাতে গুরুতর আহত হন আইছালাম।

তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।