অনলাইন ডেস্ক •গৃহঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাড়ি নির্মাণে একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ নিতে পারবেন। এতদিন সর্বোচ্চ এক কোটি ২০ লাখ টাকা নিতে পারতেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় গৃহঋণের (হোম লোন) সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন। তবে গৃহনির্মাণের ক্ষেত্রে মোট খরচের ৭০ শতাংশ সরবরাহ করবে ব্যাংক। বাকি টাকা সংগ্রহ করতে হবে গ্রাহককেই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-