স্থানীয়দের নগদ অর্থ নয়, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করুন : ইউএনও নিকারুজ্জামান

মুহাম্মদ আবু সিদ্দিকী ওসমানী •

আপনারা যারা স্থানীয়দের নগদ অর্থ দিয়ে সহযোগিতা দিচ্ছেন, তারা যদি উখিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের গরীব, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করেন, তাহলে আপনাদের এ সহযোগিতা তাদের অনেক কাজে আসবে। গরীব ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে দেশের বিশাল সম্পদে পরিণত হবে।

বুধবার ২০ নভেম্বর সকাল ১১ টায় উখিয়া উপজেলা পরিষদের হল রুমে অনুষ্টিত উখিয়া উপজেলা এনজিও সমন্বয় সভায় উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান এনজিও এবং আইএনজিওদের প্রতি এ আহবান জানান।

তিনি বলেন, এতে এনজিওদের স্থানীয় জনগোষ্ঠীর সহায়তার প্রক্রিয়াটা আরো সহজ হবে। দেশ ও দশের কল্যাণ হবে। শিক্ষার্থীরা উপকৃত হবে।

মাসিক কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন সহ উখিয়া ও রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও সমুহের প্রতিনিধি।