বিমানে পাকিস্তান থেকে এল ৮২ টন পেঁয়াজ

আকাশপথে পাকিস্তানের করাচি থেকে আনা ৮২ টন পেঁয়াজের প্রথম চালানের কার্গো অবতরণ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বেসরকারি সিল্কওয়ে এয়ারলাইন্সের ‘সেভেনএল ৩০৮৬’ পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এই চালান আমদানি হয়। পেঁয়াজগুলো দ্রুত খালাসে কাজ শুরু করেছে কাস্টমসসহ অন্য সংস্থাগুলো।

চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে।

মিসর, তুরস্ক ও চীন থেকেও কার্গো বিমানে আমদানি করা হচ্ছে পেঁয়াজ।

এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান আসবে বুধবার রাত ১টায়। সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে। বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

আকাশপথে পেঁয়াজের চালান আনার জন্য উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র থেকে এ পর্যন্ত দুই হাজার সাত টনের অনুমতি নেওয়া হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও এস আলম গ্রুপ অনুমতি নিয়েছে এক হাজার ৯২৫ টনের।

সেপ্টেম্বরের শেষদিকে ভারত তাদের রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে বাংলাদেশের রান্নাঘরের প্রয়োজনীয় উপাদান পেঁয়াজের দাম বেড়ে যায়।