মোঃ ফারুক, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় আয়েশা বেগম নামের এক নবম শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টায় মগনামা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন বিসমিল্লাহ সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আয়েশা বেগম ওই এলাকার মোঃ জামাল এর মেয়ে শাহ মজিদিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা তাকে হত্যা করে লাশটি বস্তাবন্দি করে পেলে দিয়েছে দূর্বৃত্তরা। বাকিটা তদন্ত করার পর বলতে পারবো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-