কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচন...

আপনাদের ভোটের মর্যাদা রাখব ইনশাআল্লাহ- আলহাজ্ব আবু ছিদ্দিক সও:

কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির দুবারের সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা আমাকে সুযোগ দিন, ‘সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব’। সবার সহযোগিতা পেলে উন্নয়ন ধারা অব্যাহত রেখে সমিতিকে আরো বেগবান করব। আমি পূণরায় সভাপতি নির্বাচিত হলে সমিতির উন্নয়ন বাধাগ্রস্ত হবেনা।

আমি আপনাদের সন্তান। আমার প্রতীক আনারস। এই আনারস প্রতীকে আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দিয়ে পূণরায় আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমাকে একটি ভোট দিন আমি আপনাদের ভোটের মর্যাদা রাখবো ইনশাল্লাহ।

আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর আরো বলেন, আমার ১৯ বছর ব্যবসায়ীক জীবনে বিগত ৬টি বছর কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে এসেছি, সামনের দিনগুলোতেও আপনাদের সাথে থাকতে চাই। আমি আমার জীবন বাজি রেখে আমার ব্যবসায়ীক এরিয়াকে সন্ত্রাস মুক্ত রাখার চেষ্টা করে এসেছি, সামনেও তা অব্যাহত থাকবে।

আমি কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির টানা ২য় মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছি। এইসময়কালে বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ব্যবসায়ীদের অভিযোগ, দুঃখ-দুর্দশা লাঘবে সবার আগে এগিয়ে এসেছি। বরাবরই প্রহরীর মত সবসময় সবার পাশে থেকেছি। অতিতের ন্যায় ভবিষ্যতে ও ব্যবসায়ীদের দাবী আদায়ে পাশে থাকার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।

আগামীকাল ২৩ নভেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুযোগ দিন।