মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত,আহত ৩

জাহাঙ্গীর আলম (ইনানী) উখিয়া •


কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে চাদের গাড়ি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

২৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেল অর্কিড ব্লুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হচ্ছেন, ইনানী বটতলী এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে হাজি হাবিবুল্লাহ (৬৫)। এসময় গুরুতর আহত হয়েছেন মৃতের আপন ভাই আমান উল্লাহ (৫০) ও একই এলাকার আবু তাহের (৪০) ও আনসার উল্লাহ (২৫)।

প্রত্যক্ষদর্শীরা ও নিহত স্বজনেরা জানান,শুক্রবার সন্ধ্যায় তারা কক্সবাজার থেকে সিএনজি অটোরিকসায় করে বাসায় ফিরছিলেন। এসময় মেরিন ড্রাইভ সড়কের হোটেল অর্কিড ব্লু এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটো রিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি চাদের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সিএনজিতে থাকা যাত্রীরা।

এসময় ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ইনানী উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি পুলিশ আটক করেছে।