মালিক সমিতির নির্বাচন: পরিচালক পদে ভোট ও দোয়া প্রার্থনা করলেন বেলাল

নিজস্ব প্রতিবেদক •  কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে পরিচালক পদে সমিতির ভোটারদের ভোট ও সকলের দোয়া চেয়েছেন সমিতির সর্বকনিষ্ঠ প্রার্থী মোঃ বেলাল উদ্দিন।

সকলের দোয়া চেয়ে তিনি বলেন, উখিয়ার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ব্যবসায়ীদের অধিকার আদায়ে পাশে থাকার জন্য সমিতির অনান্য সদস্যদের আগ্রহে পরিচালক মোটর সাইকেল প্রতিকে নির্বাচন করছি। অতিতেও সমিতির বিভিন্ন কাজে তাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও সমিতির সদস্যদের ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান সহ অধিকার আদায়ে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্‌ । আমি সমিতির সকল সদস্যসহ ব্যবসায়ী মহলের নিকট দোয়া কামনা করছি।

মোঃ বেলাল উদ্দিনের শুভাকাঙ্ক্ষী মুহিব উল্লাহ বলেন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির লিঃ এর নির্বাচনে নতুন চমক সর্বকনিষ্ঠ প্রার্থী বেলাল উদ্দিন। সে সকলের প্রিয়, দায়িত্বশীল ও অমায়িক একজন মানুষ। পরিচালক পদে প্রচার প্রচারণায় সবচেয়ে এগিয়ে ছোট্ট বড় সকলের প্রিয় বেলাল উদ্দিন। সাধারণ ভোটারদের মুখে মুখে শুনা যাচ্ছে সে বিপুল ভোটে জয়লাভ করবে। দোয়া রহিলো সেই গুঞ্জন যেনো বাস্তবে পরিণত হয়। সে নির্বাচিত হলে সমিতির উন্নয়নে ভূমিকা রাখবে।