কোটবাজার দোকান মালিক সমবায় সমিতিতে নির্বাচিত হয়েছেন যারা

আবদুল্লাহ আল আজিজ •
বিপুল উৎসাহ উদ্দীপনায় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আলহাজ্ব আবু ছিদ্দিক সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে মোঃ খুরশেদ বাবুল, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ হোসেন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে পরিচালক পদে মোবাইল প্রতিক নিয়ে মোঃ হাশেম ১৯১ (১ম) হাতপাখা প্রতিকে ১৭২ ভোট পেয়ে ইমাম উদ্দিন (২য়) মিনার প্রতিকে ১৭১ ভোট পেয়ে মনিরুল ইসলাম (৩য়) টেবিল প্রতিকে ১৬৩ ভোট পেয়ে মোক্তার আহমদ (৪র্থ) কবুতর প্রতিকে ১৬৩ ভোট পেয়ে সাইফুল ইসলাম (৫ম) মোটর সাইকেল প্রতিকে ১৫৭ ভোট পেয়ে (৬ষ্ট) মাছ প্রতিকে ১৪৯ ভোট পেয়ে শাহ আলম (৭ম) মই প্রতিকে ১২৭ ভোট পেয়ে মোঃ মুসলিম উদ্দিন (৮ম) নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে আলহাজ্ব আবু ছিদ্দিক সও: ১৯৬ পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ৪৯ ভোট ও মোঃ ফরিদ পেয়েছেন ২৪ ভোট । সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান ১২২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন পেয়েছেন ১০৩ ভোট এবং অপর প্রার্থী বিজন বড়ুয়া পেয়েছেন ৪৩ ভোট। সহ সভাপতি পদে মোঃ খুরশেদ বাবুল ১৫১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্তরঞ্জন ঘোষ পেয়েছেন ১০৮ ভোট। কোষাধক্ষ পদে মোঃ হোসাইন ১৯২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরিফ ৭৬ ভোট।
২৩ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির হল রুমে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হয়। এতে ২৮১ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ২৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার কবির আহমদ ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন,  সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া প্রেস ক্লাবের সদস্য,কক্সবাজার জার্নাল ডটকমের সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, সাংবাদিক পলাশ বড়ুয়া, সাংবাদিক শফিউল শাহীন,সাংবাদিক শরিফ আযাদ, কলিম উল্লাহ প্রমুখ।