মেরিন ড্রাইভে ইয়াবাসহ টেকনাফের দুই যুবক আটক

জাহাঙ্গীর আলম (ইনানী) উখিয়া •

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা কক্সবাজারগামী সন্দেহভাজন সিএনজি তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবাসহ টেকনাফ বাহারছড়া শামলাপুরের মহেশখালী পাড়া আবু বক্কর সিদ্দিকের ছেলে আরাফাত হোসেন ২০ ও একই এলাকার হাসেম আলীর ছেলে মোঃ হাসান আলী (১৯) রেজুখাল বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ আটক হয়েছেন।
হাবিলদার মোঃ শাকিনুর রহমান জানান, ২৩ নভেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি কে তল্লাশি করা হলে ইয়াবাসহ দুজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের  কাছ থেকে চার হাজার ইয়াবা ও ব্যবহৃত দুইটি মোবাইল নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয় বলে জানান রেজুখাল বিজিবি ইনচার্জ।