শাহেদ মিজান :
তাদের স্বপ্ন ছিলো মালয়েশিয়ায় যাবে। কিন্তু মালয়েশিয়া বলে দালালরা তাদের নামিয়ে দিলো সোনাদিয়ার চরে। আজ ভোরে সোনাদিয়ার দক্ষিণে মগচরে ৪১জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে ফেলে দিয়ে বোট নিয়ে পালিয়ে গেছে দালালরা। এরা সকাল ১১টা পর্যন্ত সোনাদিয়ায় বেজার অফিসের রয়েছে। তাদেরকে হেফাজতে নিতে পুলিশ সেখানে রওয়ানা হয়েছে।
বেজার স্থানীয় প্রতিনিধি গিয়াস উদ্দীন জানান, ফযরের আযানের পর একদল নারী ও পুরুষকে একটি বোট এসে মগচরে নামিয়ে দেয়। নামিয়ে দেয়ার সাথে সাথে বোট নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে বেজার অফিসে নিয়ে এসে পুলিশকে খবর দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-