প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নুরুল আলমের প্রতিবাদ


গত ২৩ নভেম্বর অনলাইন গণমাধ্যম সকালের আলোতে “কক্সবাজার শহরের ইয়াবা ডন নুরুল আলম অধরা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। অনলাইনে উল্লেখিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত ও মানহানিকর। মূলত এলাকার জামায়াত-বিএনপির একটি চক্র দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ওই চক্রটি আমার যাতে এলাকায় মান-ক্ষুন্ন হয় তার বিরুদ্ধে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

আসলে আমি কোন দিন ইয়াবা ব্যবসার সাথে অতিতেই জড়িত ছিলাম না এবং বর্তমানেও জড়িত নেই। ইয়াবা ব্যবসাতো দূরের কথা এলাকায় যারা ইয়াবা ব্যবসা করে থাকে সব সময় তাদের বিরুদ্ধে অবস্থান করি বিধায় ওই চক্রটি আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ দিয়ে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে।

এছাড়াও সংবাদে আরো উল্লেখ রয়েছে আমার নাকি এলাকায় একটি সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেটের মাধ্যমে পতিতাবৃত্তিসহ বাজার থেকে চাঁদাবাজি করে থাকি তা সম্পূর্ণ বানোয়াট। এলাকায় আমার কোন সিন্ডিকেট নেই।

আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এধরণের এহেন মিথ্যা ও উদ্দেশ্যেমূলক সংবাদ ছাপাইলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। সংবাদটি প্রশাসন, এলাকাবাসী সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
নুরুল আলম, পিতা- মৌলভী শামসুল আলম, সাং- সমিতি পাড়া, পৌরসভা, কক্সবাজার।