উখিয়ায় হাইওয়ে পুলিশের হাতে ইয়াবাসহ মহিলা আটক

শ.ম.গফুর,উখিয়া •

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালীস্থ শাহপুরীরধীপ হাইওয়ে পুলিশের ইয়াবাসহ এক মহিলা আটক হয়েছে।

২৪ নভেম্বর (রবিবার) দুপুর সোয়া ১ টার দিকে শাহপুরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস চেকপোস্টের সামনে কক্সবাজার মুখী একটি সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে রহিমা খাতুন নামক এক যাত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ৯৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটক মহিলা রহিমা খাতুন (৩৭),সদর উপজেলার বাংলা বাজার এলাকার মৃত ইসলামের স্ত্রী।

এ বিয়ষে শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মারুফুর রহমান,জানান,আটককৃত মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।