আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
২৫ নভেম্বর রাতে টেকনাফ থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের তথ্য অনুযায়ী রাত ১২টা ৩০মিনিটের দিকে কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭শ ৩০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র্যাব ১৫)।
আটককৃত মাদক কারবারী হচ্ছে, কক্সবাজারের রামুর ধোয়া পালং এলাকার আবদুর রশিদের পুত্র রহিম উল্লাহ (২০)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে যে, টেকনাফ থেকে কাভার্ড ভ্যান যোগে একটি ইয়াবার চালান বিক্রয়ের উর্দ্দেশে কক্সবাজারের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল রাত ১২টায় ৩০মিনিটের দিকে লিংক রোড এলাকার ওয়ালটন শো-রুমের সামনে চেকপোস্ট স্থাপন করে টেকনাফ থেকে আগত কাভার্ড ভ্যান তল্লাশি করে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ৯হাজার ৭শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৮লক্ষ ৬৫হাজার টাকা।
তিনি আরো জানান, জেলার আনাছে কানাচে লুকিয়ে থাকা অনেক মাদক কারবারী বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে। সেই সমস্ত মাদক কারবারীদের আইনের আওয়তাই নিয়ে আসতে আমাদের র্যাব সদস্যদের চলমান এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ঠ ধারায় মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-