টেকনাফে বিয়ার ও হুইস্কিসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ প্রতিনিধি •  টেকনাফ কোস্টগার্ড কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মায়ানমারের একটি বাণিজ্যিক জাহাজ হতে আন্দামান গোল্ডবিয়ার ৮০ ক্যান, চ্যাং ক্লাসিক বিয়ার ১৩০ ক্যান এবং ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি সহ ছটি (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়।

২৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অন্তর্গত সাইরং খালে উক্ত অভিযান পরিচালনা করা হয়।